- সারাদেশ
- মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল প্রবাসীর
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল প্রবাসীর

প্রতীকী ছবি
বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে রবিউল চৌকিদার (৩৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম ইসমাইল চৌকিদারের ছেলে।
রবিউলের পারিবারিক সূত্র জানায়, তিনি সিঙ্গাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ঈদুল ফিতরের আগে তিনি দেশে ফেরেন। শুক্রবার দুপুরে আকাশ মেঘে ঢেকে গেলে রবিউল বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান। এসময় বজ্রপাতে তিনি মারাত্মক আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইমুন মাহমুদ বাঁধন রবিউলকে মৃত ঘোষণা করেন।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাকসুদুর রহমান প্রবাসী রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাত ৯টায় বলেন, বজ্রপাতে রবিউল নামের ওই প্রবাসী ব্যক্তির মৃত্যু হওয়ার পর মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিকক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন