- সারাদেশ
- পতেঙ্গা সৈকত ইজারা নয়, উন্মুক্ত রাখুন
সেমিনারে বক্তারা
পতেঙ্গা সৈকত ইজারা নয়, উন্মুক্ত রাখুন

ফাইল ছবি
চট্টগ্রামের উন্মুক্ত স্থান পতেঙ্গা সমুদ্রসৈকত উন্নয়নের নামে ইজারা দেওয়া হলে সেখানে সর্বজনের প্রবেশাধিকার হরণ হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘সৈকত এলাকায় রাইডের দরকার নেই। উন্মুক্ত থাকলে বরং শিশুরা খেলতে পারবে। বয়স্ক লোকজন হাঁটাহাঁটি করতে পারবেন। এটিকে কিছু লোকের ব্যবসার জন্য ছেড়ে দেওয়া যায় না।’ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘সর্বজনের অধিকার ও পতেঙ্গা সমুদ্রসৈকত বেসরকারীকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সেমিনারে আনু মুহাম্মদ আরও বলেন, ‘বিদেশে গিয়ে জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য অনুদান চায় সরকার। অথচ দেশে এসে করে তার উল্টোটা, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় উদ্যোগ নেই। দেশের উপকূল তছনছ করা হচ্ছে। এই সৈকতের উন্মুক্ততা রক্ষায় জনগণের প্রতিরোধের বিকল্প নেই।’
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘১৯৬১ সালে চট্টগ্রামের জন্য করা প্রথম মহাপরিকল্পনায় প্রচুর উন্মুক্ত স্থান ও উদ্যান রাখার কথা বলা হলেও বাস্তবে তা হয়নি। সৈকতকে বিত্তবানদের বিনোদন কেন্দ্রে পরিণত হওয়া থেকে বাঁচাতে আন্দোলন করতে হবে।’
বাসদ (মার্কসবাদী) চট্টগ্রামের আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক, সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডা. মাহফুজুর রহমান এবং পরিকল্পিত চট্টগ্রামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ূয়া। সংগঠনের সদস্য সচিব শফি উদ্দিন কবিরের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইদ্রানী ভট্টাচার্য। বক্তব্য দেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিঞা ও সিপিবির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর।
মন্তব্য করুন