- সারাদেশ
- চট্টগ্রামে দাদন ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২
ঋণগ্রহীতার স্বামীকে হত্যাচেষ্টা
চট্টগ্রামে দাদন ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি
চট্টগ্রামে সুদের টাকা শোধ করতে ব্যর্থ হওয়ায় ঋণগ্রহীতার স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে নগরের হালিশহর ছোটপুল ও মিরসরাই থানার নিজামপুর থেকে দাদন ব্যবসায়ীসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, সীতাকুণ্ড থানার পূর্ব সৈয়দপুর গ্রামের মীর হোসেন ও তার সহযোগী সৌরভ হোসেন।
র্যাব জানায়, সীতাকুণ্ড থানার সৈয়দপুর গ্রামের আবুল মনছুরের স্ত্রী ঝর্ণা বেগম সাত থেকে আট মাস আগে স্থানীয় দাদন ব্যবসায়ী মীর হোসেনের কাছ থেকে উচ্চ সুদে ১০ হাজার টাকা ধার নেন। মূল টাকা দিতে পারলেও সুদের টাকা শোধ করতে ব্যর্থ হন তিনি। মীর হোসেন চাপ দিলে তারা ঈদের পরে টাকা শোধ করার প্রতিশ্রুতি দেন। তবে মীর হোসেন তাতে রাজি হননি। ওই দম্পতির বাড়িতে গিয়ে দ্রুত সুদের টাকা শোধ না করলে হত্যার হুমকি দিয়ে আসেন তিনি। পরে গত ১৩ এপ্রিল তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে ঝর্ণার স্বামী আবুল মনছুরের ওপর হামলায় চালান মীর হোসেন ও তার সহযোগীরা। ধারালো ছুরি, চাপাতি ও কিরিচ দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। মৃত ভেবে রাস্তায় ফেলে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, এ ঘটনায় মনছুরের ছেলে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যান। ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার মামলার প্রধান ও দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন