- সারাদেশ
- পুকুরের মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু
পুকুরের মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হাসিম (৬৫) নামে একজন মারা গেছেন।
স্থানীয়দের ভাষ্য, পুকুরে বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে থাকায় পানি বিদ্যুতায়িত হয় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইঁয়া।
শনিবার সকাল ৭টার দিকে নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধের পাশে জিহাদ নগর পাড়ায়। তিনি ওই এলাকার নুর মিয়ার ছেলে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রুপালি এগ্রো নামে একটি মৎস্য খামারে একটি মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল হাসিম নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি।
মন্তব্য করুন