মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধানকাটা শ্রমিক আবুল কালামের (৫০) লাশ ভেসে উঠেছে। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আবুল কালাম জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার প্রয়াত বিশু ফকিরের ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, কিশোরগঞ্জ থেকে ধান কেটে ৪০০ মণ ধানসহ ২১ শ্রমিক ট্রলারে করে দৌলতপুর যাচ্ছিলেন। পথে বৃহস্পতিবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উজানপাড়া এলাকায় পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে ধানবোঝাই ট্রলারটি ডুবে যায়। এতে অন্যরা উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন আবুল কালাম।

শনিবার সকালের দিকে স্থানীয় লোকজন হরিরামপুরের দড়িকান্দি কবরস্থান এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেয়। দুপুরের দিকে ফরিদপুর নৌ-পুলিশ ও হরিরামপুর থানা পুলিশ যৌথভাবে লাশটি উদ্ধার করে। পরিবারের লোকজন সেটি আবুল কালামের লাশ হিসেবে শনাক্ত করেন।