- সারাদেশ
- ১৩ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ভোলা
১৩ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ভোলা

পুলিশের সঙ্গে গ্রেপ্তার ভোলা (সাদা জামা)
হত্যা ও চুরি মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে নিজের নাম ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ ১৩ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না বগুড়ার আদমদীঘির মো. ভোলা (৪৮)। গত ১৪ মে শনিবার রাত ১১ টায় নওগাঁ সদরের ছোট যমুনা নদীর হরিপুর বেড়ি বাঁধ থেকে তাকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, আদমদীঘি থানায় ২০০৩ সালে আদমদীঘি উপজেলা উথরাইল গ্রামের অকিম উদ্দিনের ছেলে ভোলার বিরুদ্ধে একটি হত্যা ও চুরি মামলা হয়। এ মামলায় সে গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকে। ২০০৮ সালে ভোলা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়। তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু তিনি নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে মাসুদ নাম নিয়ে তার স্ত্রী সন্তানসহ নওগাঁ সদরের বক্তারপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর হরিপুর বেড়ি বাঁধে টিনসেড ঘর নির্মাণ করে সেখানে দীর্ঘ ১৩ বছর যাবত আত্মগোপনে বসবাস করছিলেন।
ওসি বলেন, মামলা থেকে বাঁচতে দীর্ঘ ১৩ বছর যাবত তার নাম ও ঠিকানা পরির্বতন করে আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না পলাতক আসামি মাসুদ ওরফে ভোলা। গোপন সংবাদের ভিক্তিতে শনিবার রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক আবু হাসান ও তারেক ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ওই স্থান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মন্তব্য করুন