- সারাদেশ
- মেরে শিশুটিকে ব্যাগে ভরে রাখেন মামা
মেরে শিশুটিকে ব্যাগে ভরে রাখেন মামা

বেড়ানোর কথা বলে মায়ের কাছ থেকে ১০ মাস বয়সী ভাগনেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন মামা। রোববার শেরপুরের নকলা উপজেলায় ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, নকলা পৌরসভার লাভা এলাকার ফজল মিয়ার স্ত্রী তার ছেলে মনময় ইসলাম আরিয়ানকে নিয়ে কয়েকদিন আগে পাঠাকাটা ইউনিয়নের পাচ কাহনিয়া গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে যান। রোববার বিকেলে প্রতিবেশী আদম আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র জেহাদ হোসেন (আরিয়ানের চাচাত মামা) ভাগনেকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়।
এর ২০-২৫ মিনিট পর তাদের না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে দেখতে পান জেহাদের বাড়ির গোয়ালের পাশে খড়ের গাদার নিচে একটি প্লাস্টিকের ব্যাগে আরিয়ানকে ভরে ফেলে রাখা হয়েছে। দ্রুত শিশুটিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসফিকুর রহমান বলেন, শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত জেহাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন