- সারাদেশ
- শাহজালালে যুবকের পেটে মিলল সাড়ে ৪ হাজার ইয়াবা
শাহজালালে যুবকের পেটে মিলল সাড়ে ৪ হাজার ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাসুদ খান নামে এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। এসময় তার কাছ থেকে থেকে ৪ হাজার ৬৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিনব কৌশলে এসব ইয়াবা ট্যাবলেট তার পেটের ভেতর লুকিয়ে রাখে মাসুদ খান। পরে বিমানবন্দরের একটি শৌচাগারে গিয়ে বিশেষ কায়দায় ইয়াবাগুলো বের করে সে। সোমবার তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক পাচার আইনে একটি মামলা করা করা হয়েছে।
বিমানবন্দর এপিবিএন পুলিশ জানায়, রোববার গভীর রাতে বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরি করছিলেন মাসুদ খান। অভ্যন্তরীণ টার্মিনাল এলঅকায় সন্দেহজনভাবে ঘোরাঘুরি করছিলেন যাত্রীবেসী মাসুদ খান। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক সমকালকে জানান, তল্লাশি করে তার কাছ থেকে ৪ হাজার ৬৭৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে নিয়ে রাজধানীর একটি হোটেলে যাওয়ার কথা ছিল।
মন্তব্য করুন