ঝালকা‌ঠির রাজাপু‌রের কলেজ ছাত্র মে‌হেদী হাসান শুভ হত্যা মামলায় চারজন‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

বুধবার বিকাল ৩টায় ট্রাইব্যুনালের বিচারক মাহামুদুর রহমান আসামিদের উপ‌স্থি‌তি‌তে এই রায় ঘোষণা ক‌রেন। তিনি আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও তিন মা‌সের কারাদণ্ডের রায় দেন। 

শুভ হত্যা মামলায় দণ্ডিত আসামিরা হ‌চ্ছে-জসিম খান, হেলাল ফ‌কির, ফয়সাল ফ‌কির ও বেলাল ফ‌কির। তারা সবাই রাজাপু‌র উপজেলার বড়ইয়া গ্রামের বা‌সিন্দা। 

বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মামুন চৌধুরী সমকালকে এসব তথ্য জানান। 

২০১৯ সা‌লের ২৬ মার্চ রা‌তে বন্ধুদের সঙ্গে পিক‌নি‌কের কথা ব‌লে রাজাপু‌রের বড়ইয়ার এলাকার নিজ বাসা থে‌কে বের হয়ে যান বড়ইয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মে‌হেদী হাসান শুভ। এরপর গভীর রা‌তে শুভর বা‌ড়ির পেছন থে‌কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তা‌কে। 

রাজাপুর হাসপাতা‌লে ভ‌র্তির পর শুভ তার বাবা আব্দুল্লাহ আল মাহাবুব‌কে জানায় পূর্ব শত্রুতার জের ধ‌রে দণ্ডিত আসামিরা ধারা‌লো অস্ত্র দি‌য়ে তা‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে‌ছে। রাজাপুর থে‌কে ব‌রিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম)  হাসপাতা‌লে আনার প‌থে মারা যান শুভ। 

এই ঘটনায় শুভর বাবা আব্দুল্লাহ আল মাহাবুব বাদী হয়ে একই বছরের ২৮ মার্চ দ্রুত বিচার আইনে রাজাপুর থানায় ১৫ জ‌নের নাম উ‌ল্লেখ ও ৫-৬ জন‌কে অজ্ঞাত আসামি ক‌রে এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। 

২০২০ সা‌লের ২০ জুলাই রাজাপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ ৯ জন‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অভিযোগপত্র প্রদান ক‌রেন। 

আদালত ২৫ জন সাক্ষীর ম‌ধ্যে ২২ জ‌নের সাক্ষ‌্যগ্রহণ শে‌ষে  উল্লেখিত চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে তিন মা‌সের কারাদণ্ড প্রদান ক‌রেন। পাশাপা‌শি ৫ আসামিকে মামলা থে‌কে বেকসুর খালাস দিয়েছেন।  

নিহত মেহেদী হাসান শুভও বড়ইয়া কলেজের ছাত্র সোহেল রানা হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন।