লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাসে চলন্ত বৈদ্যুতিক ফ্যান পড়ে গুরুতর আহত হয়েছে নবম শ্রেণির চার ছাত্রী। আহত শিক্ষার্থীদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ওই বিদ্যালয়ে নবম শ্রেণির শ্রেণিকক্ষে শিক্ষকদের প্রশিক্ষণ চলায় পরিত্যক্ত ঘোষিত ১০৮ নং কক্ষে ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠদান চলছিল।

এ সময় চলন্ত বৈদ্যুতিক ফ্যান মাথায় পড়ে আহত হন শিক্ষার্থী সাবিহা জাহান, এরিনা, ফিহা ও হিতৈষী। পরে আহতদেরকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। 

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আগেও ফ্যান নিয়ে অভিযোগ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। 

এছাড়া দুই বছর আগেও ওই শ্রেণিকক্ষের ছাদ ধসে কয়েকজন ছাত্রী আহত হয়েছিলেন বলে জানান তারা। 

ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শামীমা বেগমকে অনুপস্থিত পাওয়া গেছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, কক্ষটি অনেক পুরনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।