খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার শহীদের মোড় এলাকার একটি হোগলা বন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দপুরে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আড়ংঘাটা থানার ওসি মো. জাহাঙ্গীর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কীভাবে হত্যা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না। তার নাম-পরিচয় জানা এবং হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।