- সারাদেশ
- যমুনা তীরের হার্ডপয়েন্টে ধস, জিও ব্যাগ ডাম্পিং শুরু
যমুনা তীরের হার্ডপয়েন্টে ধস, জিও ব্যাগ ডাম্পিং শুরু

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পূর্ব তীরের হার্ডপয়েন্ট ধস নেমেছে। এতে হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, বসতভিটাসহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে ইসলামপুরে কুলকান্দি হার্ডপয়েন্টের মাথায় হঠাৎ করে ভাঙন দেখা দেয়। সন্ধ্যার মধ্যে হার্ডপয়েন্টর প্রায় ১০০ ফুট এলাকার সিসি ব্লক ধসে যায়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, অতি বৃষ্টি ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে কুলকান্দি হার্ডপয়েন্টের মাথায় ৩০ মিটার অংশে ধস দেখা দেয়। ভাঙন রোধে জিও ব্যাগ ড্যাম্পিং করা হচ্ছে।
দেওয়ানগঞ্জের ফুটানি বাজার থেকে ইসলামপুরের কুলকান্দি পর্যন্ত ৮.১ কিলোমিটার দীর্ঘ এ হার্ডপয়েন্টটি নির্মাণ করা হয় ২০১৭ সালে।
মন্তব্য করুন