দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী (৭৭) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবিরাজহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চকপাইকপাড়া এলাকার প্রয়াত নেহাল উদ্দীনের ছেলে। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (বর্তমান ৭ নম্বর ওয়ার্ড) সাবেক ইউপি সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রমজান আলী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মোটসাইকেল নিয়ে কবিরাজহাটে ওষুধ কেনার জন্য যান। ওষুধ কিনে ফেরার পথে ঠাকুরগাঁওগামী একটি বাস (ঢাকা মেট্রো গ-১৫১৬৬৪) রমজান আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে গাড়ির পেছনের চাকার নিচে পড়ে যান তিনি। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রমজান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এই বিষয়ে হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।