- সারাদেশ
- কলমাকান্দার পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ জমির ধান
কলমাকান্দার পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ জমির ধান

পাহাড়ি ঢলে নেত্রকোণার কলমাকান্দায় প্রায় ৩০০ হেক্টর পাকা বোরো ধান তলিয়ে গেছে বলে দাবি করছেন স্থানীয় কৃষকরা।
শ্রমিক সংকটের মধ্যে পানিতে নিমজ্জিত ধান কাটতে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কলমাকান্দা উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহমেদ সমকালকে বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২১ হাজার ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে শিলাবৃষ্টিতে ৫ হেক্টর বোরো ফসল নষ্ট হয়েছে।
ইতোমধ্যে উপজেলায় ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে মাঠে থাকা কলমাকান্দা ৩৮ হেক্টর ,বড়খাপন ৫০ হেক্টর, খারনৈ ২০ হেক্টর ফসলি জমিসহ ১২০ হেক্টর পাকা বোরো ধান তলিয়ে গেছে।
কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে গণেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও, মহেষখলা নদীতে বেড়েছে পানি। স্থানীয়রা বলছেন, উজানের ঢল ও বৃষ্টি যদি অব্যাহত থাকে তবে কলমাকান্দায় বন্যার আশঙ্কা রয়েছে।
মন্তব্য করুন