চট্টগ্রামে দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। গত বুধবার রাত ১০টার দিকে চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহেদুল ইসলাম (১৮) পৌরসভার চৌধুরীপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি গাছবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহতরা হলেন- একই এলাকার রায়হান হোসেন চৌধুরী সানি (২১) ও ইয়াসিন আরাফাত সাগর (১৬)। সানি গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং সাগর এসএসসি পরীক্ষার্থী। সানি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বৃহস্পতিবার জাহেদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম-কপবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া এলাকায় গিয়াস উদ্দিন নামে এক বন্ধুর কাছে যাচ্ছিলেন জাহেদুল, সানি ও সাগর। সিএনজি অটোরিকশা থেকে নামতেই তাদের ঘিরে ধরে একদল দুর্বৃত্ত। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেপে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদের মধ্যে জাহেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদুল আলম বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে ওই তিন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন বলে জানতে পেরেছি।'

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি জিহস ফকিরপাড়া এলাকায় সড়কের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাল্টা হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন তিনজন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।