চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতি হত্যা মামলায় বাবা ও ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাঁরা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন- রাঙ্গুনিয়ার মো. আবুল হাসেম ও তার ছেলে সাহাব উদ্দিন।

এর আগে ২০২১ সালের ১৫ ডিসেম্বর হাতি হত্যা মামলায় বাঁশখালীর একটি মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছিল আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও দক্ষিণ) সফিকুল ইসলাম বলেন, ২০১৯ সালের ১৯ নভেম্বর দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটে আসামিরা অবৈধভাবে বৈদ্যুতিক লাইনের বেড়া দেন। তার সংস্পর্শে এসে একটি মহাবিপন্ন বন্যহাতি মারা যায়। তাদের বিরুদ্ধে তখন মামলা করা হয়। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসর্মণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।