জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাহাড়ী ঢলে ভেসে আসা অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার নবীনাবাদ গ্রামের পাশে জিঞ্জিরাম নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার হারুয়াবাড়ি আকন্দ পাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা জিঞ্জিরাম নদীর ভাটিতে একটি লাশ ভেসে যেতে দেখেন গ্রামবাসীরা। লাশটি ভাসতে ভাসতে চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ির নবীনাবাদ এলাকায় পৌঁছালে খবর পেয়ে নদী থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, পরিচয়হীন লাশটি উজান থেকে পাহাড়ি ঢলে ভেসে এসেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।