চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে প্রথম জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন-২০২২। দেশবরেণ্য বিজ্ঞানী, গবেষক ও গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে ৫২৪ জন তরুণ গবেষকের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।

অনুষ্ঠিতব্য এ সম্মেলন নিয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের অনুষ্ঠানসূচি, প্রতিযোগিতার ধরন, অংশগ্রহণকারী ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ও সম্মেলনের মডারেটর ড. আদনান মান্নান, সদস্য সচিব অধ্যাপক ড. অলক পাল ও সম্মেলনের প্রধান নির্বাহী অধ্যাপক ড. রবিউল হোসাইন ভূঁঁইয়াসহ আয়োজকরা।

অধ্যাপক ড. রবিউল হোসাইন ভূঁঁইয়া বলেন, এই বিশাল আয়োজনে ভার্চুয়ালি যুক্ত থাকার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে আহ্বান জানিয়েছি। এ ছাড়া বরেণ্য গবেষক ও ব্যক্তিরা উপস্থিতি থাকবেন। অপ্রকাশিত সব গবেষণাকর্মের মিলনমেলা হবে এই সম্মেলন।

আগামী ২১ মে ৭৫টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)।

এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।