- সারাদেশ
- চবিতে প্রথম জামাল নজরুল ইসলাম সম্মেলন ২১ মে
চবিতে প্রথম জামাল নজরুল ইসলাম সম্মেলন ২১ মে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে প্রথম জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন-২০২২। দেশবরেণ্য বিজ্ঞানী, গবেষক ও গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে ৫২৪ জন তরুণ গবেষকের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
অনুষ্ঠিতব্য এ সম্মেলন নিয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের অনুষ্ঠানসূচি, প্রতিযোগিতার ধরন, অংশগ্রহণকারী ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের জানানো হয়।
অধ্যাপক ড. রবিউল হোসাইন ভূঁঁইয়া বলেন, এই বিশাল আয়োজনে ভার্চুয়ালি যুক্ত থাকার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে আহ্বান জানিয়েছি। এ ছাড়া বরেণ্য গবেষক ও ব্যক্তিরা উপস্থিতি থাকবেন। অপ্রকাশিত সব গবেষণাকর্মের মিলনমেলা হবে এই সম্মেলন।
আগামী ২১ মে ৭৫টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)।
এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
মন্তব্য করুন