- সারাদেশ
- কালবৈশাখীতে গাছ পড়ে খুলনার পথে রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ
কালবৈশাখীতে গাছ পড়ে খুলনার পথে রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ পড়ে খুলনার পথে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলকর্মীরা গাছ অপসারণ করার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে ভোর সাড়ে ৫টার পর থেকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে সমকালকে জানান আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন।
স্থানীয়রা জানন, শনিবার ভোরে আলমডাঙ্গায় আধা ঘণ্টা ধরে ঝড়-বৃষ্টি হয়। এতে বহু ঘরবাড়িসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যান।
আলমডাঙ্গা স্টেশনে নকশীকাথা এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেস আলমডাঙ্গা স্টেশনে, বেনাপোল এক্সপ্রেস হালসা স্টেশনে, সাগরদাড়ি এক্সপ্রেস পোড়াদহ স্টেশনে আটকা পড়ে।
মন্তব্য করুন