- সারাদেশ
- মোটরসাইকেল থেকে ছিটকে পড়া যুবক অটোরিকশায় পিষ্ট
মোটরসাইকেল থেকে ছিটকে পড়া যুবক অটোরিকশায় পিষ্ট

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সিএনজিচালিত অটোরিকশা চাপায় মাসুদ মিয়া (৩৫) নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে শহীদ ময়েজ উদ্দিন সেতুর টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
এ সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা তাদের দু'জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহত সুজনকে স্থানীয় একটি হাসাপাতলে ভর্তি করেছে। সেখানে অবস্থার অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুজন ঘোড়াশালের টেকপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন