- সারাদেশ
- ধামরাইয়ে আগুনে পুড়ল ১২ ঘর, ৪০ লাখ টাকার ক্ষতি
ধামরাইয়ে আগুনে পুড়ল ১২ ঘর, ৪০ লাখ টাকার ক্ষতি

ধামরাইয়ের কালামপুরে আব্দুস সবুরের কলোনিতে বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি কাজ করছে এলাকাবাসী। ছবি- সমকাল
ঢাকার ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুদি ব্যবসায়ী আব্দুস সবুরের ভাড়া দেওয়া কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টেইলার্সের দোকানসহ কলোনির ১২টি ঘর পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কলোনির মালিক আব্দুস সবুর জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী জানান, কলোনির একটি ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় একটি টেইলার্সের দোকানসহ কলোনির ১২টি ঘরেই আগুন ছড়িয়ে পড়ে।
আব্দুস সবুর জানিয়েছেন, ঘরগুলোতে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মন্তব্য করুন