- সারাদেশ
- ভুট্টা ক্ষেতে পড়ে ছিল ভ্যানচালকের মৃতদেহ
ভুট্টা ক্ষেতে পড়ে ছিল ভ্যানচালকের মৃতদেহ

প্রতীকী ছবি
নাটোরের গুরুদাসপুরে আব্দুর রহিম (৪৩) নামে এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর নতুন পাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম ওই এলাকার সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর রহিম কৃষি কাজের পাশাপাশি রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, রহিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন