- সারাদেশ
- বাগেরহাটে ট্রলি-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বাগেরহাটে ট্রলি-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলি ও ভ্যান- সমকাল
বাগেরহাটে ইট বোঝাই ট্রলি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর ঢালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই রেশমী বেগম নামের এক নারী নিহত হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভ্যান চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০), কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান (৪২) এবং চাঁদপুরের কচুয়ার আঠাড়গাতি গ্রামের আশ্বাপ উদ্দিনের ছেলে আজগর মীর(৫০)।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার জানান, ইট বোঝাই একটি ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এক নারী ঘটনাস্থলে এবং অপর যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিলে মারা যান বলে নিশ্চিত করেন।
মন্তব্য করুন