- সারাদেশ
- বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া(৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে ।
নিহত রুবেল মিয়ার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সখেন্দু বসু জানান,সকালে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী দীগন্ত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মাইক্রোটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায । এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মন্তব্য করুন