- সারাদেশ
- করোনা: শনাক্ত ২৮, শনাক্তের হার ০.৬৫%
করোনা: শনাক্ত ২৮, শনাক্তের হার ০.৬৫%

ফাইল ছবি
সারাদেশে গত একদিনে নতুন করে ২৮ জনের দেহে করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে, যাদের ১৭ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তাই মৃত্যুর সংখ্যা ২৯১৩০ জনেই স্থির থাকল।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ৩২৬টি নমুনা পরীক্ষা হয়েছে সারা দেশে। নতুন ২৮ জন রোগীকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৯৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন সেরে উঠলেন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্তব্য করুন