- সারাদেশ
- পুকুর সংস্কারের সময় ৬০ কেজির প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
পুকুর সংস্কারের সময় ৬০ কেজির প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

উদ্ধারকৃত বিষ্ণুমূর্তি-সমকাল
নাটোরের সিংড়ায় সরকারি পুকুর সংস্কারের সময় প্রায় ৬০ কেজি ওজনের একটি প্রাচীন বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামে ওই মূর্তিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বেলতা গ্রামের সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তিটি পাওয়া যায়।
মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, মূর্তিটির ওজন ৫৯ কেজি ৭০০গ্রাম।
মন্তব্য করুন