- সারাদেশ
- বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আ'লীগের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে ফরিদপুর জেলা আ'লীগের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মো. শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ। বৃহস্পতিবার দুপুরে তাঁরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতারা পবিত্র ফাতিহা পাঠ, বঙ্গবন্ধুসহ '৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
মন্তব্য করুন