- সারাদেশ
- কুমিল্লায় কেরোসিন তেলবাহী ট্যাংকার ট্রেন লাইনচ্যুত
কুমিল্লায় কেরোসিন তেলবাহী ট্যাংকার ট্রেন লাইনচ্যুত

ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কেরোসিন তেল নিয়ে আসা ট্যাংকার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা রেল স্টেশনের পাশে শাসনগাছা রেলগেটে ট্রেনের নবম বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী মোরসালিনুল রহমান।
তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ডাবল লাইন থাকায় অন্য লাইনে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শেষ হবে।
মন্তব্য করুন