- সারাদেশ
- বরিশালের জনপ্রতিনিধি ইয়াবাসহ পটুয়াখালীতে আটক
বরিশালের জনপ্রতিনিধি ইয়াবাসহ পটুয়াখালীতে আটক

গোলাম মোস্তফা খান
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা খানকে (২৮) ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। গোলাম মোস্তফা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্র ইউপির দাওকাঠি গ্রামের জয়দর আলী খানের ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম শুক্রবার সকাল সাড়ে ১০টায় ইউপি সদস্য গোলাম মোস্তফা খানকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশের নিয়মিত অভিযান চলাকালে পায়রা সেতুর টোলপ্লাজা থেকে ইউপি সদস্য গোলাম মোস্তফা খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতেই মাদক আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন