- সারাদেশ
- হুজুর ও রিকশাচালক সেজে ১৬ মামলার আসামিকে ধরলো পুলিশ
হুজুর ও রিকশাচালক সেজে ১৬ মামলার আসামিকে ধরলো পুলিশ

হুজুর ও রিকশাচালক সেজে অভিনব কায়দায় ১৬ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল তাকে চট্টগ্রামের মিরসরাই থানার বারইয়ারহাট বাজার থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই ডাকাত সর্দারের নাম সোলেমান। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ভুঞাবাজার সংলগ্ন মৃত সেকান্তর মিয়ার ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ান এ তথ্য নিশ্চিত করেছে।
হোসেন দাইয়ান বলেন, ডাকাত সর্দার সোলেমানের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী, মীরসরাই, সোনাগাজী, কোম্পানীগঞ্জ, দাগনভূঞাঁ থানায় ডাকাতি, মাদক, হত্যাসহ ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাগাজী মডেল থানায় ১০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি বহু বছর ধরে পালিয়ে ছিলেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় তার অবস্থান নিশ্চিত হওযার পর সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক আরিফুল করিম দোলনের নেতৃত্বে বারইয়ারহাটে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আগে থেকে হুজুর ও রিকশাচালক সেজে ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকা পুলিশ সদস্যরা তাকে জাপটে ধরে গ্রেপ্তার করতে সক্ষন হন।
সোলেমানের সহযোগী ডাকাতদের গ্রেপ্তার করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন