ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

বেরোবিতে ১৫ ঘণ্টায় আটক ১২ মাদকাসক্ত

বেরোবিতে ১৫ ঘণ্টায় আটক ১২ মাদকাসক্ত

ফাইল ছবি

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২২ | ২১:৪৩ | আপডেট: ২৮ মে ২০২২ | ২১:৪৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের মাদক উচ্ছেদ অভিযানে ১৫ ঘণ্টায় ১২ জন মাদকাসক্তকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিন জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নয় জন বহিরাগত।

সর্বশেষ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড সংলগ্ন বাগান থেকে ছয় জনকে আটক করা হয় এদের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাকি চার জন বহিরাগত।

পুলিশ জানায়, ক্যাম্পাসে মাদক সেবন হচ্ছে- এমন খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে যায়। এ সময় ছয়জনকে আটক করা হয়। তাদের পাশ থেকে মাদকদ্রব্য ও মাদক খাওয়ার সরঞ্জাম পাওয়া যায়। এসময় তাদের পাশ থেকে উদ্ধার করা হয় গাঁজা, গাঁজা কাটার কাঁচি ও সুপারি। পরে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে ছাত্রলীগ নেতা মারুফ ভুঁইয়ার জামিনদারে আটক চারজনের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর দুইজনকে তাঝহাট থানায় সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী বলেন, আমরা ক্যাম্পাসে মাদক উচ্ছেদের অভিযান শুরু করেছি। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেই হোক না কেন কারও বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টায় ৬ জনকে আটক করে থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। তাদের মধ্যে পাঁচ জন বহিরাগত।

আরও পড়ুন

×