- সারাদেশ
- নাগেশ্বরীতে ৬ লাখ টাকার কারেন্ট জাল পুড়ালো প্রশাসন
নাগেশ্বরীতে ৬ লাখ টাকার কারেন্ট জাল পুড়ালো প্রশাসন

জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয় - সমকাল
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের নেতৃত্বে নাগেশ্বরী পৌর সদরের পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মো. উজ্জ্বল হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, অভিযানে পুরাতন বাজারের রফিকুল ইসলাম ও মফিজুল ইসলামের দোকান থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৪০টি চায়না জাল এবং ৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে দুই দোকানদারেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর সব জাল পুড়িয়ে ফেলা হয়।
মন্তব্য করুন