- সারাদেশ
- চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁ নিবন্ধনে আলটিমেটাম
চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁ নিবন্ধনে আলটিমেটাম

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা
চট্টগ্রামে ছাড়পত্র, নিবন্ধন এবং লাইসেন্সবিহীন কোনো আবাসিক হোটেল ও রেস্তোরাঁ থাকলে সংশ্নিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় অবৈধ প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আসতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন তিনি।
মন্তব্য করুন