- সারাদেশ
- নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তা: মার্জিয়ার জামিন আবেদন নামঞ্জুর
নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তা: মার্জিয়ার জামিন আবেদন নামঞ্জুর

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তার
নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় গ্রেপ্তারকৃত মার্জিয়া বেগম ওরফে শিলা আক্তার ওরফে সায়মার (৬০) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি বলেন, মার্জিয়া বেগমকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তোলা হলে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে মার্জিয়াকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তার পেশায় একজন ঘটক। তার স্বামীর নাম ফয়েজ আহমেদ।
উল্লেখ্য, নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভির ফুটেজ বিশ্নেষণ করে তাকে শনাক্ত করে মামলার আসামি করা হয়।
মন্তব্য করুন