- সারাদেশ
- সীতাকুণ্ড ট্র্যাজেডি: চমেক হাসপাতালে পুনাক সভানেত্রীর খাবার বিতরণ
সীতাকুণ্ড ট্র্যাজেডি: চমেক হাসপাতালে পুনাক সভানেত্রীর খাবার বিতরণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সীতাকুণ্ড ট্র্যাজেডিতে দগ্ধদের সহযোগিতায় এগিয়ে এসেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সোমবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভিড় ছিল সাহায্যদাতাদের। কেউ দিচ্ছেন রক্ত, কেউ করছেন রোগীদের ওষুধের ব্যবস্থা। অনেকেই সঙ্গে করে নিয়ে আসছেন ফলমূলসহ নানা পথ্য।
সোমবার দুপুরে চমেক হাসপাতালে যান পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জিসান মির্জাও।
যুবলীগের ওষুধ ও খাবার বিতরণ: সোমবারও চমেক হাসপাতালে যুবলীগের উদ্যোগে দগ্ধ ও আহত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ এবং খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে রোগীর স্বজনদের জন্য খাবারের ব্যবস্থাসহ ওষুধ বিতরণ ও রক্ত দেওয়া হয়েছে।
মন্তব্য করুন