- সারাদেশ
- সীতাকুণ্ডে দগ্ধ খালেদুর এবার করোনায় আক্রান্ত
সীতাকুণ্ডে দগ্ধ খালেদুর এবার করোনায় আক্রান্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত হওয়ায় খালেদুরকে গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন খালেদুর। খালেদুরের শরীরের ১২ শতাংশ পড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিএম কনটেইনার ডিপোতে আগুন-বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৯ জনকে ঢাকায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত থেকে বিরতিহীনভাবে কাজ করে চলেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ডিপোর আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, আগুন সম্পূর্ণ নেভাতে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে।
মন্তব্য করুন