কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে মহাসড়কের লাকসামের পোলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনায় দোকানে থাকা এক কর্মচারী ও মাইক্রোবাসে থাকা এক যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- গাড়ির যাত্রী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার মৃত. হারেছ মিয়ার ছেলে স্কুল শিক্ষক জামাল উদ্দিন (৫২) ও দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ তিন জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, সকালে কুমিল্লা থেকে একটি মাইক্রোবাস তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এসময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চা দোকানে ঢুকে পড়ে।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।