- সারাদেশ
- যশোরে হত্যাসহ সাত মামলার আসামি খুন
যশোরে হত্যাসহ সাত মামলার আসামি খুন

নিহত আশিকুর রহমান অপু
যশোরে আশিকুর রহমান অপু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঢাকায় নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত অপু শহরের খালধার রোড এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তার বিরুদ্ধে হত্যা-মাদকসহ সাতটি মামলা ছিল।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক তানভীর আহম্মেদ জানান, অপুর শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। গলার অনেকাংশ কাটা। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছিল।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রিকশায় করে শহরের বড়বাজারে যাওয়ার পথে খালধার রোডের আমিনিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে অজ্ঞাতপরিচয়ের সন্ত্রাসীরা গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের একটি বেসরকারি ক্লিনিকে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে হত্যা, মাদক, দ্রুত বিচারসহ সাতটি মামলা ছিল।
স্থানীয়রা জানান, ২০২০ সালের ৭ জুন শহরের বড়বাজারে পাপ্পু নামে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত ছিলেন অপু। সেই হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজন অপুকে কুপিয়ে জখম করেন। এতে তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন