- সারাদেশ
- শনাক্তবিহীন লাশগুলোর সঙ্গে মেলেনি ডিএনএ, কাঁদছেন শফিউলের মা-বাবা
শনাক্তবিহীন লাশগুলোর সঙ্গে মেলেনি ডিএনএ, কাঁদছেন শফিউলের মা-বাবা

ফায়ার ফাইটার শফিউল ইসলাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ-অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি উল্লাপাড়ার ফায়ার ফাইটার শফিউল ইসলামের (২২)। গত শনিবার রাত ৯টায় এই বিস্ফোরণের ঘটনায় আগুন নেভাতে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীদের এই স্টেশনে কর্মরত শফিউলও অংশগ্রহণ করে নিখোঁজ হন।
শফিউল উপজেলার নাগরৌহা গ্রামের আব্দুল মান্নানের বড় ছেলে। এদিকে শফিউলের ছোট ভাই মামুন চট্টগ্রামে গিয়ে তার ভাইয়ের লাশ শনাক্তে ডিএনএ টেস্ট করান। কিন্তু এই টেস্টের ফলাফল শনাক্তবিহীন লাশগুলোর সঙ্গে মেলেনি। এ কারণে শফিউলের পরিবার এখন চরম হতাশার অন্ধকারে দিন কাটাচ্ছে। শফিউলের মা শাহনাজ পারভীন এবং তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আখি খাতুন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে পড়েছেন বাবা আব্দুল মান্নানও।
শফিউলের বাবা আব্দুল মান্নান জানান, তার ছোট ছেলে মামুনের ডিএনএ টেস্টের ফলাফলের উপর তাদের অনেকটাই প্রত্যাশা ছিল ছেলের লাশ খুঁজে পাবার। কিন্তু সেটাও হলো না। এখন ছেলেটি কোথায় কী অবস্থা আছে এটা তারা বুঝতে পারছেন না। দু’দিন ঢাকায় ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে অবস্থান করে ছেলের খোঁজ না পাওয়ায় সোমবার রাতে বাড়ি ফিরেছি।
আব্দুল মান্নান জানান, ছোট ছেলে মামুন এখনও চট্টগ্রামে অবস্থান করে বিভিন্ন এলাকার হাসপাতালগুলো খুঁজে ফিরছেন। ছেলের শোকে কাতর মা এবং ছেলের স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। নিজের অবস্থাও ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। কোনো খবরই পাচ্ছেন না তারা।
আব্দুল মান্নান আরও জানান, চট্টগ্রামে কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত শফিউল ইসলামের নিখোঁজের খবর পেয়ে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম দুঃখ প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেনও তার বাড়িতে এসে সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন