সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৩৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকালে মাটিলা গ্রামের ইটভাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

আটকদের মধ্যে ১৪ জন পুরুষ, ৯ জন নারী ও ১১ জন শিশু।  তাদের বাড়ি বাগেরহাট, চাঁদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, নড়াইল জেলায়।

এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।