২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে চলবে সপ্তাহব্যাপী জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি শিমুলিয়া বন্দর মাঠে ২৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার শিমুলিয়াঘাটের বিআইডব্লিউটিএর ড্রেজার বেইজ ভবনের সভাকক্ষে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিশেষ সভায় এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, সিভিল সার্জন মঞ্জুরুল আলম, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

সভায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জমকালো অনুষ্ঠান আয়োজনের জন্য অর্থ ও সাংস্কৃতিক দুটি উপকমিটি গঠন করা হয়। এ সময় লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান তিন উপজেলার চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।