- সারাদেশ
- হাতি দেখতে গিয়ে গাছের ডাল পড়ে প্রাণ গেল শিশুর
হাতি দেখতে গিয়ে গাছের ডাল পড়ে প্রাণ গেল শিশুর
বগুড়ার গাবতলীতে হাতি দেখতে গিয়ে গাছের ডাল ভেঙে মাথায় পরে হাসান মিয়া নামে ৯ বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলার গাবতলী উপজেলার তরুণীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার ভোধন সাহার ছেলে।
স্থানীয়রা জানান, আজ বিকেলে একটি হাতি যাওয়ার সময় অন্য শিশুদের সঙ্গে হাসানও দেখতে যায়। এ সময় গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) জামিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন