নির্বাচনে কারও প্রশ্নবিদ্ধ ভূমিকা দেখলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব। 

মঙ্গলবার বিকেলে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চট্টগ্রামের সার্কিট হাউজে এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় জেনারেল মো. আহসান হাবিব বলেন, ইউনিয়ন পরিষদসহ নির্বাচনে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চমৎকার দায়িত্ব পালন করেছে। তাদের সুষ্ঠু দায়িত্ব পালনের ফলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন এ কার্যক্রমকে আরও উচ্চতর ভাবে পালন করতে সাহায্য করবে। 

তিনি বলেন, সম্প্রতি যেসব স্থানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেসকল নির্বাচনকে নির্বাচন কমিশন অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। প্রত্যেকে যার যার দায়িত্ব আইন সঙ্গতভাবে এবং নিরপেক্ষতার সাথে পালন করলে নির্বাচন সফল হবে। অন্যথায় নির্বাচন কমিশন তার আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগ করবে। 

ইভিএম ব্যবহার প্রসঙ্গে আহসান হাবিব বলেন, নির্বাচনকে আরো স্বচ্ছ করার লক্ষ্যে নির্বাচনে এর আগেও ইভিএম ব্যবহার করা হচ্ছে। ইভিএম ব্যবহারের ফলে সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বিঘ্নে ও নিরাপদে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আচরণবিধি মেনে চলতে হবে। প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে বিধি মোতাবেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করবে নির্বাচন কমিশন।

এ সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন।