
পিছিয়ে পড়া রংপুর বিভাগের উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, বাজেটের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে বেসরকারি বিনিয়োগে প্রাণ ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ আঞ্চলিক বৈষম্য নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনা সুফল বয়ে আনতে পারে। দেশের ৮ ভাগের ১ ভাগ জনগোষ্ঠী রংপুর বিভাগে বাস করলেও বাজেটে সবচেয়ে পিছিয়ে থাকে এ অঞ্চল। দেশের সবচেয়ে দরিদ্র ৩টি জেলার মধ্যে রংপুর বিভাগে রয়েছে কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা। অথচ বাজেটে রংপুর বিভাগের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা হয় না।
আজ মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে বাজেট নিয়ে গোলটেবিলে বক্তারা আরও বলেন, ব্যবসা সহজীকরণ সূচক, অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস-বিদ্যুতের সহজলভ্যতার বিষয়গুলো মেটাতে না পারলে রংপুর বিভাগে বিনিয়োগ কখনোই বাড়বে না। রপ্তানিমুখী ও বৃহৎ শিল্প প্রণোদনা প্যাকেজের সুবিধা পেলেও অনানুষ্ঠানিক খাত, কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প ও কৃষি খাত আজও উপেক্ষিত।
রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন জেলা সুজনের সভাপতি আকবর হোসেন, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু, পরিচালক সাব্বির আহমেদ, এসএম রুবায়েত ফারমান, আতিকুল্লাহ ও সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক।
মন্তব্য করুন