- সারাদেশ
- নেপালকে বিয়ে দিতে পারছিলেন না বাবা, ছেলের হাতে হলেন খুন
নেপালকে বিয়ে দিতে পারছিলেন না বাবা, ছেলের হাতে হলেন খুন

নেপাল শীল
বরগুনার পাথরঘাটায় ছেলেকে বিয়ে না করানোর ‘অপরাধে’ বাবাকে হত্যা করল বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামে শীলবাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে নিহত নিরঞ্জন শীলের ছেলে নেপাল শীলকে (২৬) আটক করেছে পুলিশ। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা শহরে পাঠানো হয়েছে।
নিরঞ্জন শীলের বোন বিউটি রানী জানান, ৭০ বছরের বৃদ্ধ নিরঞ্জনের সাত মেয়ে, এক ছেলে। মেয়েদের বিয়ে হলেও ছেলে নেপাল বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে দিতে পারছিলেন না তিনি। এ নিয়ে তাদের ঘরে প্রতিদিনই ঝগড়াঝাটি চলছিল।
তিনি আরও জানান, মাঝেমধ্যে নেপাল তার বাবাকে বিয়ের দাবিতে মরধরও করত। মঙ্গলবার বাবার সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে নেপাল টেবিলের পায়া দিয়ে বাবার মাথায় আঘাত করে। স্বজনরা তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এ ঘটনায় মৃত নিরঞ্জনের স্ত্রী বাদী হয়ে মামলা করবেন। মূল আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন