- সারাদেশ
- চুরির অপবাদে শিশুকে নির্যাতন, ইউপি সদস্যসহ আটক ১০
চুরির অপবাদে শিশুকে নির্যাতন, ইউপি সদস্যসহ আটক ১০

ইউপি সদস্য আবুল বাশার
পিরোজপুরের ইন্দুরকানীতে চুরির অপবাদে শিশু নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার পাড়েরহাট বন্দর থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার সদর (সার্কেল) থান্ডার খায়রুল ইসলাম রাতে থানায় এসে অভিযোগ শোনার পর ইউপি সদস্যসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে নির্দেশ দেন।
জানা যায়, রোববার রাতে উপজেলার পাড়েরহাট বন্দরে একটি দোকানে চুরিকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সাঈফ (১০) নামে এক শিশুকে এলাকাবাসী মারধর করে নির্যাতন করে। পরে সোমবার রাতে শালিশ বৈঠকে অভিযুক্ত শিশুসহ দুই জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্যাতনের শিকার শিশুর মা বকুল বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে ইউপি সদস্যসহ অভিযুক্তদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে পাড়েরহাট ইউনিয়নের ১ নম্বর হোগলাবুনিয়া ওয়ার্ডের সদস্য আবুল বাশারসহ ১০ জনকে আটক করে।
জানা যায়, খবর পেয়ে পাড়েরহাট ইউপি চেয়ারম্যান শাওন তালুকদারসহ পরিষদের সব সদস্যরা আটক ইউপি সদস্যকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানার সামনে জড়ো হয়ে সহকারী পুলিশ সুপারকে অনুরোধ করেন। তবে আবুল বাশারকে ছাড়া হয়নি।
বকুল বেগম জানান, আমার শিশুকে মিথ্যা চুরির অভিযোগে নির্যাতন করে শালিশ বৈঠক করে ৮ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা না থাকায় কানের দুল বন্ধক রেখে জরিমানা পরিশোধ করি। আমার ছেলেকে অতিরিক্ত নির্যাতন করায় আমি থানায় অভিযোগ করেছি।
ইউপি সদস্য আবুল বাশার জানান, আমার এলাকার আসামিদের সঙ্গে আমি থানায় দেখা করতে আসলে ইন্দুরকানী থানার ওসি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং আমাকে থানা হাজতে আটকে রাখে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, অভিযোগের ভিত্তিতে আসামিদের আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন