- সারাদেশ
- বসুরহাট পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
বসুরহাট পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২২-২৩ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৮৬ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫০৪ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বাজেটে রাজস্ব আয় ২৯ কোটি ৯১ লাখ ২১ হাজার ৫০৪ টাকা এবং রাজস্ব ব্যয় ২৬ কোটি ৬ লাখ ২০ হাজার ২৮ টাকা প্রস্তাব করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসাইন ফরহাদ, বসুরহাট পৌরসভার সচিব হালিম উল্যাহ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম ছারওয়ার, হিসাব রক্ষক কর্মকর্তা মাঈন উদ্দিন, সহকারী প্রকৌশলী মো. ইয়াছিন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজামসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।
বাজেট পেশ কালে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, পৌরসভার উদ্যোগে দৃষ্টি নন্দন ওয়াকওয়ে ও বাইপাস সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই বিশুদ্ধ পানি সরবরাহের কাজ শেষ করা হবে। কিশোর গ্যাংয়ের নেতাদের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। প্রশাসন এ ব্যাপারে অভিযান চালাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন