- সারাদেশ
- কুমিল্লা কোতয়ালী থানার ওসির মোবাইল নম্বর ক্লোন
কুমিল্লা কোতয়ালী থানার ওসির মোবাইল নম্বর ক্লোন

কুমিল্লার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। বিষয়টি জানিয়ে একটি সতর্ক বার্তা পাঠিয়েছেন ওসি।
গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওসির সরকারি মোবাইল নম্বর (০১৩২০১১৩৯৯৬) ক্লোন করে একটি প্রতারক চক্র আসন্ন কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলে টাকা চাইছে।
প্রতারক চক্রের দ্বারা প্রতারিত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার বিশেষ অনুরোধ জানিয়েছেন ওসি।
এ বিষয়ে আজ রোববার সকালে ওসি সহিদুর রহমান বলেন, দুইদিন আগে আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি জানতে পারি। এ বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন