- সারাদেশ
- সড়কে ঝরল স্কুলছাত্রীর প্রাণ
সড়কে ঝরল স্কুলছাত্রীর প্রাণ

নিহতের স্বজনদের আহাজারি
মেহেরপুর শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ারট্রিলারের সাথে ধাক্কা লেগে তিষা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে । এতে আহত হয়েছেন আরও একজন। রোববার সকাল সাড়ে দশটার দিকে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিষা মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তিষা সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা ও জেলা প্রশাসকের গাড়িচালক আব্দুল মোমিনের মেয়ে। সে তার খালাতো ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল।
নিহত তিষার খালাতো ভাই পলাশ জানান, সকালে বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিষাকে নিয়ে তিনি বাসা থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুর শহরের দিকে রওয়ানা দেন। তাদের বহনকারী যানটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পৌঁছালে সড়কে থাকা গতিরোধক পার হওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারান এবং মোটরসাইকেলটি পাওয়ারট্রিলারের সাথে ধাক্কা লাগে। এতে পলাশ ও তিষা সড়কের উপরে আছড়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তিষাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন ।
মেহেরপুর সদর থানার ওসি মো. শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তিষা পরীক্ষা দিতে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন