চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম নুরুল কাদের (২২)।

রোববার দুপুরে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ৪ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি ওই কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ ঘটলে আহত হন ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ।